প্রকাশিত: Thu, Jan 25, 2024 9:01 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:21 AM

রাজনৈতিক দল এবং নেতাদের এক্সপায়ারি ডেট থাকা উচিৎ

শওগাত আলী সাগর, ফেসবুক: প্রতিটি পণ্যের যেমন ’এক্সপায়ারি ডেট’ থাকে, রাজনৈতিক দল এবং দলের নেতাদেরও তেমন এক্সপায়ারি ডেট থাকা উচিৎ। না, লিবারেল এমপি কেন ম্যাকডোনাল্ড হুবহু এইভাবেই কথাগুলো বলেন নি। তবে তার কথার অর্থ ঠিক এইরকমই দাঁড়ায়। কেন ম্যাকডোনাল্ড এমপি বলেছেন, ‘ঊাবৎু খবধফবৎ, বাবৎু ঢ়ধৎঃু যধং ধ নবংঃ- নবভড়ৎব ফধঃব. ঙঁৎ নবংঃ-নবভড়ৎব ফধঃব রং যবৎব.’ 

তিনি বলছেন, তাঁর দল লিবারেল পার্টির নেতা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বের পর্যালোচনা হ্ওয়া উচিৎ।

সরকার দলীয় এই এমপির বক্তব্য দলের নেতা হিসেবে জাস্টিনে ট্রুডোর গ্রহণযোগ্যতা নিয়ে দলের ভেতর পর্যালোচনার সুযোগ তৈরি হলে নেতা কর্মীরা তাদের মনোভাব প্রকাশের সুযোগ পাবে। তারা যদি মনে করেন, ট্রুডোকে নিয়ে কোনো সমস্যা নেই, তা হলে তিনিই নেতৃত্বে থাকলেন। অন্তত দলের নেতা কর্মীরা কী চান- সেটি প্রকাশের সুযোগ তো ঘটলো।

জাস্টিন ট্রুডোর কিংবা লিবারেল পার্টির ‘বেস্ট- বিফোর ডেট’ উত্তীর্ণ হয়ে গেছে কিংবা যাচ্ছে কী না সেটি অবশ্য তিনি পরিষ্কার করে বলেননি।